Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুর পৌরশহরের টাউনকলোনী এলাকায় এক অধ্যক্ষের বাসভবনে গত রবিবার সন্ধ্যা রাতে গেটের হ্যাজবল লক ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি ও আসবাবপত্র তছনছের ঘটনা ঘটেছে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ স.ম হাফিজুর রহমান গত রোববার বিকালে তার পৌরশহরের টাউনকলোনী তিন তলা ভবনের ২য় তলার দরজায় হ্যাজবল লক করে আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশগ্রহন করেন। রাত ৯টার দিকে বাসায় ফিরে দরজার লক (তালা) ভাংগা দেখতে পান এবং ঘরের মধ্যে ওয়ার ড্রব, আলমারী ও শো-কেসের তালা ভাংগা ও তছনছ করা। তার আলমারীর ড্রয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও সোনার গহনা, ২টি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার ৫/৬দিন পূর্বে মুখোশধারী কয়েকজন দূর্বৃত্তরা অধ্যক্ষকে জিম্মি করে মোটা অংকের টাকা পয়সা নিয়ে যায় বলেও একটি সুত্রে জানা গেছে। এদিকে টাউন কলোনী এলাকাতেই মাত্র ২শ গজ দক্ষিনে টাউন পুলিশ ফাঁড়ি অবস্থিত ও পুলিশের টহল থাকা সত্বেও অধ্যক্ষের বাসায় চুরি ও দূর্বৃত্তের হানার ঘটনা অনেকটাই ভাবিয়ে তুলছে শহরের শান্তিপ্রিয় নাগরিকদের।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, অধ্যক্ষের বাসায় চুরি জনিত ঘটনার কোন অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে ঘটনাটি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি স্বীকার করেন।