লালমনিরহাটে ভেলা ডুবে ৩ জনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি.



লালমনিরহাট সদর উপজেলায় ধরলার তীরে বন্যার্তদের আশ্রায় কেন্দ্রে যাওয়ার পথে কলা গাছের ভেলা ডুবে নিখোঁজ ৪ জনের ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন, মোজাম উদ্দিন।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বডুয়া গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে রোববার রাতে ১ জনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

উদ্ধারকৃতরা হলেন, ওই গ্রামের আরিফ হোসেন, নাজমা বেগম ও নাদিম হোসেন। নিখোঁজ রয়েছেন মোজাম উদ্দিন। আজ রবিবার বিকেলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বডুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রীস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ