বন্যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : আব্বাস


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এ বন্যা প্রাকৃতিকভাবে এসেছে বলে মনে হলেও মূলত এ বন্যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’ আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আব্বাস বলেন, ‘দেশের মানুষ বন্যায় আক্রান্ত কিন্তু সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে তাঁরা মানুষের কল্যাণে কাজ করছে। তাঁরা আদালতের রায় নিয়ে ব্যস্ত, তাঁদের ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে নির্যাতন করছে। গতকালও মিলাদ মাহফিল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।’

    বিএনপি নেতা বলেন, ‘আমরা সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘সরকার পোশাকি বাহিনী দিয়ে টিকে আছে।’

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ