Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু তর আগেই মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পা রাখবে। পরিচিত মুখ শন ক্যারল সঙ্গে নিয়ে আসছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসিকে।
রাতে ঢাকায় এসে দুদিন ব্যস্ত সময় পার করবেন তারা। ১৬ আগস্ট ফতুল্লা স্টেডিয়াম, বিকেএসপি এবং মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ পরিদর্শন করবেন তারা। ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। বিকেএসপি পরিদর্শনের আগে ইউল্যাবের মাঠটি দেখবেন তারা। এরপর বিকেএসপিতে যাবেন।
প্রস্তুতি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে দৌড়ঝাঁপ করবে বিসিবি ও প্রতিনিধি দল। বিকেএসপি কিংবা ইউল্যাবের মাঠটি দেখে সিদ্ধান্ত নিতে না পারলে ১৭ আগস্ট সিলেটে নিয়ে যাওয়া হবে দলকে। সেদিন মিরপুরে নিরাপত্তা মহড়া পরিদর্শনের কথাও রয়েছে তাদের।