এবার ডিবি কর্মকর্তা আমিন খান

বিনোদন ডেস্ক.



সিনেমায় অনেকদিন দেখা যায় না আমিন খানকে। মাঝে মধ্যে দেখা মেলে ছোটপর্দায়। এবার অপরাধ ও রহস্য সমাধান বিষয়ক ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’-এ দেখা যাবে এ নায়ককে।

তপু খানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় নাটকটির প্রতি পর্বে দেখানো হবে ভিন্ন ভিন্ন অপরাধ, রহস্য ও এর সমাধানের গল্প। ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচারিত হবে আরটিভিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটে।

‘সময়ের গল্প’-এ আমিন খান ডিবি পুলিশের কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন। এছাড়াও অভিনেতা পান্থ আফজাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

প্রথম পর্বটি পরিচালনা করেছেন তপু খান। চিত্রনাট্য লিখেছেন ওমর ফারুক। এতে আমিন খান ছাড়াও অভিনয় করেছেন আশরাফুল আশিষ, নুসরাত জান্নাত রুহি, রহমান আজাদ, নাজমুল, আল আমিনসহ আরো অনেকে।

পরিচালক জানান, নাটকটির পর্ব পরিচালনা পর্ষদে থাকছেন বেশ কয়েকজন মেধাবী নির্মাতা। প্রতিটি পর্বের চিত্রনাট্য লিখবেন ভিন্ন ভিন্ন চিত্রনাট্যকার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ