যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


    যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে জর্জিয়ার কাছে উইলকিংসন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছে জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ।

    নিহতরা হলেন- ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। আহত ফারজানা সুলতানা টুসী। তারা সকলেই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

    ফারজানা জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন বন্ধুরা।

    ইকরাম-প্রাচিতার বন্ধু ফাইরুজ সাকিব তানজিম জানান, দুই সপ্তাহ আগে ফারজানা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন। দুই দিন আগে বাংলাদেশে তার বাবা মারা যান। এ খবর পেয়ে ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডায় তার বোনের বাসার যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন ফারজানার দুই বন্ধু ইমতিয়াজ ও প্রাচিতা ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ