বিপিএলে প্রথমবার ডিজিটাল পেরিমিটার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    সাত দলের অংশগ্রহণে দুই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। দেশের সবচেয়ে জনপ্রিয় আসরটিকে বিশ্ব দরবারে তুলে ধরতে ও জাকজমকপূর্ণ করে তুলতে আসন্ন বিপিএলে একাধিক চমক রাখা হচ্ছে।

    ঢাকা কমিউনিকেশন ও কে স্পোর্টস ২০১৭-১৯ সাল পর্যন্ত প্রতিযোগিতাটির ইন-ফিল্ড অর্থাৎ, মাঠের ভেতরের সাজ-সজ্জার দায়িত্ব পেয়েছে। আর দায়িত্ব পেয়েই প্রতিযোগিতার মান বাড়াতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে অন্যতম ডিজিটাল পেরিমিটার বোর্ড সংযোজন।

    প্রথমবারের মতো বিপিএলের ইতিহাসে বাউন্ডারি লাইনে ডিজিটাল পেরিমিটার বোর্ড স্থাপিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

    বিপিএলে প্রথমবারের মতো ডিজিটাল পেরিমিটার বোর্ড ব্যবহার করার পদক্ষেপ নেয়ার কারণ হিসেবে কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সাথে সমন্বয় করার জন্য এটাই আমাদের সবচেয়ে আধুনিক মডেল। এর ব্যবহারের ফলে মাঠের সৌন্দর্য বাড়ার পাশাপাশি মাঠটিকে আন্তর্জাতিক মাঠের মতো দেখাবে।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ