কাজীপুরে পানিবন্দী লক্ষাধিক মানুষ

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



কাজীপুরে সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে বুধবার পর্যন্ত যমুনা কাজীপুর পয়েন্টে বিপদসীমার ১৪৯ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার ৬ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আর শ্রেণিকক্ষে পানি ঢুকেছে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে।

মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন জানান, পানির প্রবল স্রোতে ওই ইউনিয়নের মল্লিকপাড়া, সুতারানা, বদুয়ারপাড়া, ভাঙ্গারছেও গ্রামের বেশকটি পরিবারের ঘর দুয়ার ভেসে গেছে। বন্যাকবলিত হয়েছে আরও ৭ টি গ্রাম। বন্যায় তলিয়ে গেছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট।

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার ধুনট বাতাকে জানান, বন্যাঢ পুরো চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নাটুয়ারপাড়া কলেজসহ এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে।

এদিকে কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহ আলম মোল্লা ধুনট বাতাকে জানান, বন্যা কবলিত ৭ টি ইউনিয়নে ৫ মে.টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে সাধারন জনগণের নির্মাণ করা মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাধটি চরম হুমকির মুখে পড়েছে। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাধ (ওয়াপদা বাধ) এর কিছু কিছু অংশে পানি চুইয়ে আসায় সেখানকার বাসিন্দারা ভাঙ্গন আতঙ্কে রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ