ধুনটে গাছ চাপায় একজন নিহত : আহত দুই


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আশরাফুল আলম.



    বগুড়ার ধুনট উপজেলায় গাছ চাপায় গোলাম রব্বানী (৩৫) নামের এক প্রবাসী কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট-গোসাইবাড়ী সড়কের পূর্বগুয়াডহুরী বটতলা মোড় এলাকায় চলন্ত মোটরসাইকেলের উপর গাছ পড়ে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী বড়বিলা গ্রামের করম আলীর ছেলে।

    এ ঘটনায় একই গ্রামের বাজিতুল্লাহ প্রামানিকের ছেলে নাসির উদ্দিন প্রামানিক (৩৮) ও তার ভাগিনা ছফের আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫) আহত হয়েছে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় গোসাইবাড়ী বাজার থেকে নাসির উদ্দিন তার মোটরসাইকেল চালিয়ে বড়বিলা গ্রামের বাড়ীতে ফিরছিলেন। ওই গাড়িতে ভাগিনা রফিকুল ইসলাম ও বন্ধু গোলাম রব্বানী ছিল। পূর্বগুয়াডহুরী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হায়দার আলী’র একটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন কাঠ ব্যবসায়ী মিলন মিয়া। সড়কে গাছ কাটার বিষয়ে কোন সতর্ক সংকেত দেওয়া হয়নি। ওই পথে যাওয়ার সময় নাসির উদ্দিনের মোটরসাইকেলের উপর গাছটি ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী মারা যান এবং নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম আহত হোন। নিহত রব্বানী সৌদী আরবে কাঠ শ্রমিকের কাজ করতেন। একমাস আগে সে দেশে ফিরেছেন। গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল এতথ্য নিশ্চিত করেছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ