Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট দেয়া হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানান।
রেলমন্ত্রী জানান, ১৮ থেকে ২২ আগস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে।
১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট, ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকিট, ২০ আগস্ট বিক্রি হবে ২৯ আগস্টের টিকিট, ২১ আগস্ট বিক্রি হবে ৩০ আগস্টের টিকিট, ২২ আগস্ট বিক্রি হবে ৩১ আগস্টের টিকিট।
ট্রেনের ওপর এবার বাড়তি চাপ পড়বে জানিয়ে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, চাপ সামলাতে রেলওয়ে সব প্রস্তুতি নিয়েছে। ঈদের সময় প্রতিদিন সারাদেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। আমরা ১৩৮টি কোচ বাড়তি যোগ করেছি। এ ছাড়া ইঞ্জিনের সংখ্যা বাড়িয়েছি। আগে ঈদের ৩ দিন আগে থেকে ঈদের বিশেষ ট্রেন চালাতাম। এবার ঈদের ৪ দিন আগে থেকে সাত জোড়া স্পেশাল ট্রেন দিচ্ছি, তা চলবে ঈদের পর ৭ দিন পর্যন্ত।
এবার ঈদ উপলক্ষে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এগুলো হলো- ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে এসব বিশেষ ট্রেন; শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে।
রেলমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ওপর তো আমাদের হাত নেই। তার পরও আমাদের চেষ্টা আছে। সেখানে জনবল দেয়া আছে। আশা করি ঈদের আগে রেললাইনগুলো মেরামত করা যাবে। আমরা সবশেষ চেষ্টা করব। এর পরও সেসব লাইনে ট্রেন চালাতে না পারলে আমরা যাত্রীদের বলে দেব ট্রেন চালাতে পারছি না।’
টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেয়ার কথাও বলেন মুজিবুল হক।
রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, রেলওয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ওই সভায়।