ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত কমপক্ষে ৩৭


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

    প্রসিকিউটর দফতর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘন্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

    এর আগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

    প্রসিকিউটররা জানান, মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছে। তবে কোন কর্মকর্তা নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

    কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি। গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ