বিনোদন ডেস্ক.

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়।
প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারো ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’।
ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। সেই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। যা সমসাময়িক এবং বক্তব্যধর্মী।
এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির এবং সাজু খাদেম।
এবারের পাঁচফোড়নে গান থাকছে দুটি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডিফরেন্ট টাচ্ খ্যাত মেজবা রহমান ও ফাহমিদা নবী। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সোহেল রাজ। আর একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী ও ‘ইত্যাদি’ খ্যাত শিল্পী প্রতিক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে গানগুলোর চিত্রায়ন করা হয়েছে।
এছাড়াও রয়েছে একটি জনপ্রিয় ফোক গানের মিউজিকের সাথে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নৃত্য। নৃত্যটি পরিচালনা করেছেন মুরাদ।
রিপোটিং পর্বে চুল দিয়ে কিছু অভিনব ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন নীলফামারীর জলডাকা থানার বোগলাগাড়ি গ্রামের ভ্যান চালক রবিউল ইসলাম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম নওদাবাসের রাশেদুল-আসমা দম্পতি’র এক অদ্ভুত বাড়ির ওপর রয়েছে আর একটি রিপোটিং। রয়েছে রংপুর জেলার গনেশপুরের নাকডাকপাড়ার মোহাম্মদ বাবুর ব্যতিক্রমধর্মী বাদ্যযন্ত্র বাজানোর ওপর একটি মিউজিক্যাল পর্ব।
পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারও কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-সোলায়মান খোকা, কে.এস ফিরোজ, আহসানুল হক মিনু, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, কাজী আসাদ, বিলু বড়ুয়া, দুর্বার, এবি সিদ্দীকি, মুকুল সিরাজ, জামিল, ইকবাল, সজল, নজরুল ইসলাম, সাজ্জাদ সাজু, দিলআরা কচি, জাহিদ চৌধুরী, মনজুর আলম, পুতুল, অবনীসহ আরো অনেকে।
পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে।

