Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
আবারও ক্রিকেট মাঠে ঘটেছে মৃত্যুর ঘটনা। পাকিস্তানের মারদানে ব্যাটিং করার সময় বলের আঘাতে মৃত্যু হয়েছে দেশটির উদীয়মান ক্রিকেটার জুবায়ের আহমেদ।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে। জাতীয় এই দিবস উপলক্ষে নিজের শহর মারদানে ফখর জামান একাডেমির হয়ে খেলছিলেন জুবায়ের। ম্যাচে ব্যাটিং করার সময় এক পেসারের বাউন্সার এসে লাগে জুবায়েরের মাথায়। সাথে সাথে তাকে নেয়া হয় হাসপাতালে। ততক্ষণে তিনি ত্যাগ করেছেন নিজের শেষ নিঃশ্বাসটি।
জুবায়েরে মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে। সেখানে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পিসিবি। উল্লেখ করা হয়, ‘জুবায়েরের এই মর্মান্তিক মৃত্যু আমাদের আরও একবার মনে করিয়ে দিল সব সময় সুরক্ষার জন্য হেলমেট পরা উচিত। জুবায়েরের পরিবারের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সমবেদনা জ্ঞাপন করছে।’
ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা ঘটলেই চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের কথা। ২০১৪ সালের ২৫ নভেম্বর ঘরোয়া ক্রিকেটে খেলার সময় শোন অ্যাবোটের বাউন্সার আঘাত করে হেলমেট পরিহিত হিউজের ঘাড়ে। এরপর যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় হিউজকে। যদিও মৃত্যুর সাথে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে জয়ী হতে পারেননি হিউজ, সবাইকে কাঁদিয়ে অকালে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটার।