মেহজাবিনের ‘ছাড়পত্র’

বিনোদন ডেস্ক.



আসছে ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই নির্মাতারা নির্মাণ করে চলছেন বিশেষ নাটক ও টেলিছবিগুলো। সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘ছাড়পত্র’। এতে অভিনয় করেছেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিরচালনা করেছেন সৈয়দ শাকিল। আর নাটকটিতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। অনফোকাসের প্রযোজনায় নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ