জিল্লুর রহমান.

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মজিদ (৫০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চৌকিবাড়ী ইউনিয়নের থেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই গ্রামের মরহুম ওমর আলী’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মজিদ অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার বিকেল ৩টায় বাড়ী ফিলে অটোভ্যানের ব্যাটারী বাড়ীতে চার্জ দিতে যান। এসময় তিনি অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বিকেল ৫টায় সেখানে কত্যর্বরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন। চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।


