নিউজ ডেস্ক.

চট্টগ্রামে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৩টার দিকে নগরের আকবর শাহ থানাধীন শহীদ লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামরুল ইসলাম (২৭), মো. নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর বলেন, ভোর রাত ৩টার দিকে ওই এলাকায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
পুলিশ ধাওয়া করে একই থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে ট্রাকটি জব্দ করে এবং এর চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

