Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরের মহিপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার মহিপুর স্কুল মাঠে মহিপুর বিডিআর পাড়া বনাম পৌরশহরের জগন্নাথপাড়া ও কর্মকারপাড়ার মধ্যে শুক্রবার সকালে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালিন সময় বেলা ১১ টার দিকে জগন্নাথপাড়া ও কর্মকারপাড়ার গোলকিপার অজয় দাসকে বল ধরতে নিষেধ করে বিডিআর পাড়ার খেলোয়ারা।
এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিডিআর পাড়ার লোকজন মাঠে মধ্যে প্রবেশ করে লাঠি,রড দিয়ে এলোপাথারি মারপিট শুরু করে। তাদের মারপিটে জগন্নাথপাড়া ও কর্মকারপাড়ার লিংকন কর্মকার (১৪), সৌরভ মহন্ত (১৩), অজয় দাস (১৪), কৌষিক (১৪), প্রনব (১৪) সহ ১০ জন আহত হয়। এদের মধ্যে লিংকন কর্মকার, সৌরভ মহন্ত, অজয় দাস গুরুতর আহত হলে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।