নিজেদের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী: স্মিথ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    সর্বশেষ ২০০৬ সালের এপ্রিলে রিকি পন্টিংয়ের দল দুটি টেস্ট খেলে যাওয়ার পর আজ আবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে রাত ১০.৪৫টায় বাংলাদেশের মাটিতে পা পড়ছে ওজিদের।

    ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন স্মিথরা। তার আগে বাংলাদেশকে সমীহ করলেন ওজি দলনেতা। ‘নিজেদের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। আমি মনে করি, সিরিজটা চ্যালেঞ্জিং হবে। ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারাটাও গুরুত্বপূর্ণ। তবে ভারত সফরের শিক্ষা বাংলাদেশে কাজে দেবে।’

    এদিকে এবারও বাবুর্চি সাথে নিয়ে আসছে ওজিরা। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়ে বাংলাদেশ সফর করেছিল। শুধু বাবুর্চি না, সে সময় সফরকারী দলটি নিজেদের জন্য শুকনো খাবার এবং ডিম নিয়ে ঢাকায় এসেছিল।

    দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে এই টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের। অবশেষে সেই প্রতীক্ষার সমাপ্তি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ