ধুনটে শিশু ধর্ষনের অভিযোগে বাবা-মাসহ কিশোর গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.



    বগুড়ার ধুনট উপজেলায় ৪ বছর বয়সী এক শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষনের ঘটনায় অভিযুক্ত কিশোর ও তারা বাবা-মাকে পুলিশ গ্রেফতার করেছে।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাদাই পূর্বপাড়া গ্রামের এক প্রবাসী’র ৪বছর বয়সী শিশু কন্যাকে প্রতিবেশী কিশোর নাঈম প্রামানিক (১২) বাড়ীতে ডেকে নিয়ে যায়। নাঈম ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। খেলার ছলে নাঈম ওই শিশু কন্যাকে ধর্ষন করে। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এ কারনে রাত ৮টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই শিশু’র মা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কিশোর নাঈম প্রামানিক, তার বাবা লুৎফর রহমান ও মা আনজুআরা বেগমকে আসামী করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে।

    বগুড়া শজিমেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তারিক জানান, জরুরী বিভাগে মহিলা চিকিৎসক না থাকায় শিশুটিকে গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারী পরীক্ষা করা হবে।

    ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুকন্যাকে ধর্ষনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামী কিশোর নাঈম ও তার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ