Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পরমাণু বোমা বহনে সক্ষম বোমারু বিমান থেকে জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা এলআরএএসএমের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় মার্কিন নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, বুধবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগত ভারী বোমারু বিমান বি-১বি ল্যান্সার থেকে এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সফল হয়েছে বলে দাবি করেছে নৌবাহিনী।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ পরীক্ষাকে উল্লেখযোগ্য নতুন সাফল্য হিসেবে উল্লেখ করেছে। বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী এখন থেকে রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র এলআরএএসএম ব্যবহার করবে।
এর আগে, মে মাসে এফ/এ-১৮ সুপার হরনেট থেকে পরীক্ষামূলকভাবে এক হাজার পাউন্ড ওজনের এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।
গত কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামের জলসীমায় চারটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। দুই দেশের মধ্যে চলমান এ টানাপড়েনের মধ্যে বোমারু বিমান থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। সূত্র: স্পুটনিক নিউজ