চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজায় বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মো. সোহেল (৩৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩০), দুই শিশুসন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)।

    নিহত সোহেল নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ রাতে শহরের আলকরণ এলাকার শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন।

    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়াচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, দুর্ঘটনায় ৪ জন ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।

    বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ