২য় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত মার্কিন যুদ্ধজাহাজের সন্ধান মিলেছে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    ৭২ বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইন্ডিয়ানাপোলিসের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শনিবার অনুসন্ধানকারীরা এ ঘোষণা দিয়েছেন বলে জানায় ওয়াশিংটন পোস্ট।

    যুদ্ধজাহাজটির অনুসন্ধানকারীদের নেতৃত্ব দেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার পল জি. অ্যালেন। তিনি এক টুইটার বার্তায় জানান, ফিলিপাইন সাগরে ৩১/২ মাইল নিচে জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় পরমাণু বোমার অংশ পৌঁছানোর কাজের গোপন অভিযানে ছিল জাহাজটি। যুদ্ধের শেষ দিকে, ১৯৪৫ সালের ৩০ জুলাই জাহাজটি ওপর হামলা হয়। মার্কিন নৌ-বাহিনীর ইতিহাস বিভাগের মতে, হামলার মাত্র ১২ মিনিট পরই জাহাজটি ডুবে যায়। তাই বিপদের সময় কোনো বার্তাও দিতে পারেনি।

    নতুন এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, হামলার পর জাহাজে থাকা ১২০০ জন নাবিক এবং সেনার মধ্যে ৮০০ জন বেঁচে যায়। কিন্তু সমুদ্রে হাঙরের আক্রমণ, পানিশূন্যতা ও পানিতে ডুবে অনেকেই মারা যায়। জীবনমরণ লড়াই করে মাত্র কয়েকজন প্রাণে বাঁচে। তাদের মধ্যে এখনো ১৯ জন বেঁচে আছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ