ধুনটে নির্যাতিত নারীদের অর্থ সহায়তা দিলেন ব্র্যাক

জিল্লুর রহমান.



বগুড়ার ধুনট উপজেলায় নির্যাতিত দুইজন নারীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক। রোববার বিকেলে ব্র্যাকের ধুনট কার্যালয়ে নির্যাতিত দিঘলকান্দী গ্রামের কুলসুম খাতুন ও এলাঙ্গী গ্রামের আয়না খাতুনের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তার অর্থ বিতরণ করেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক হাসানুল কবির, হিসাবরক্ষক আব্দুল আলীম ও সামজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার সোলাইমান আলী।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ