কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    কুষ্টিয়ায় গ্রেফতারের পর সঙ্গে নিয়ে ‘অভিযানের সময়’ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

    আজ সোমবার ভোরের দিকে শিবপুর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

    নিহত এনামুল হক (২৬) ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

    ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, ‘শনিবার এনামুলের বাড়ির পাশের পরিত্যক্ত ট্যাংকে ওই গ্রামের কলেজছাত্র সাগরের লাশ মেলে। হত্যাকাণ্ড সন্দেহে পুলিশ রবিবার এনামুলকে গ্রেফতার করে। এনামুল হত্যার কথা স্বীকার করে সহযোগী হিসেবে শিপনের নাম বলেন। পুলিশ তাকে সঙ্গে নিয়ে শিপনকে ধরতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় এনামূল পালিয়ে যায়। দুই পক্ষে গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ এনামুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

    পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কার্তুজ ও হাঁসুয়া উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় এসআই রাশেদসহ চার পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    গত ১৬ আগস্ট স্থানীয় হরিনারায়ণপুর বাজার থেকে এলাকার খাতের আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাগর সাহা নিখোঁজ হয়। পরদিন তার বাবা অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ১৯ আগস্ট তার লাশ উদ্ধার হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ