শ্রীদেবী কন্যার যে ছবি ছবি ভাইরাল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    বলিউড অভিনেত্রী শ্রীদেবীর একেকটি শরীরী মূর্চ্ছনায় ঢেউ উঠত আসমুদ্র হিমাচলের পুরুষ হৃদয়ে। অভিনয়ের দাপটে অবশ্য এখনও কাঁপিয়ে চলেছেন রুপালি পর্দা।

    তবে পর্দায় এখন তার চেহারা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আজ তিনি মধ্য পঞ্চাশের এক প্রৌঢ়া। এবার অপেক্ষা শুরু হয়েছে শ্রীদেবীর পরবর্তী প্রজন্মের।

    তার কন্যা জাহ্নবী কাপুরের অভিষেকের অপেক্ষায় ভক্তরা। প্রথম ছবি মুক্তির আগেই তাকে ঘিরে আলোচনা তুঙ্গে। বিভিন্ন সময়ে তার খোলামেলা ছবি হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মায়ের জন্মদিনের পার্টিতে তিনি যে পোশাকে পার্টিতে এলেন তা হয়ে গেছে ভাইরাল।

    ১৩ আগস্ট ছিল শ্রীদেবীর জন্মদিন। সেই উপলক্ষে বসেছিল তারকার মেলা। আর সেখানেই এই পোশাকে এলেন সুন্দরী জাহ্নবী। আর হয়ে উঠলেন পার্টির মধ্যমণি। তার মধ্যে যে তারকা হয়ে ওঠার প্রয়োজনীয় গ্ল্য়ামার মজুত, তা প্রথম ছবির আগেই প্রমাণ করে দিচ্ছেন তিনি। এখন দেখার রুপোলি পর্দায় মায়ের মতন ম্যাজিক দেখিয়ে বলিউড কাঁপাতে পারেন কি না জাহ্নবী।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ