Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ব্রিটেনের হাউস অব পার্লামেন্টের অন্যতম একটি অংশ ‘বিগ বেন’ এবং এর ঘণ্টাধ্বনি। কিন্তু আজ সোমবার থেকে এই ঘণ্টাধ্বনি বন্ধ হয়ে যাচ্ছে।
বিগ বেন টাওয়ারের সংস্কার কাজের জন্য আগামী ২০২১ সাল পর্যন্ত ঘড়িটি বন্ধ থাকবে। এর আগে ‘বিগ বেন’-এর ঘণ্টাধ্বনি বাজবে না।
১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় বিগ বেন-এর ঘণ্টাধ্বনি বাজছে ।
আজ সোমবার দুপুরে শেষবারের মতো রানি এলিজাবেথ টাওয়ার থেকে ঘড়িটির ঘণ্টাধ্বনি শোনা যাবে।
তবে যেমন নতুন বছরের সূচনার মতো গুরুত্বপূর্ণ দিনে বিগ বেনের ঘণ্টা বাজানো হবে।
একদল এমপি পরিকল্পনা করেছেন -আজ শেষবার যখন ঘন্টাটি বাজবে তখন পার্লামেন্টের সামনে দাড়িয়ে মাথা নত করে এই ঐতিহ্যের প্রতি সম্মান জানাবেন তারা।
লেবার এমপি স্টিফেন পাউন্ড বলেছেন যে তিনি আশা করছেন অন্তত ২০ এমপি এতে যোগ দেবেন।
এদিকে হাউস অব কমন্স বলছে, এত লম্বা সময় ধরে ‘বিগ বেন’ ঘড়ি বন্ধ থাকার বিষয়টি আবার বিবেচনা করে দেখা হবে।
এর আগে প্রধানমন্ত্রী টেরেজা মে বলেছিলেন ‘এত জনপ্রিয় ঘণ্টাধ্বনি ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখা ঠিক হবে না।’
সময়ের বিষয়টা পর্যালোচনা করে দেখার অনুরোধ করেছিলেন মে।
সংস্কার কাজের জন্য ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এবং ২০০৭ সালে সাময়িকভাবে ‘বিগ বেন’ ঘড়িটি বন্ধ ছিল। সূত্র : বিবিসি