Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় মা, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবর্তী নারীদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করছে পরিবার পরিকল্পনা বিভাগ। ৪টি ক্যাম্পের মাধ্যমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশেষ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি, মথুরাপুর ও নিমগাছী ১টি করে ক্যাম্পে এ সেবা গ্রহন করছেন নারী ও শিশুরা।
সোমবার দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা কার্যক্রম পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা বিভাগ বগুড়া’র উপ-পরিচালক মতিউর রহমান। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আকম সানাউল মোস্তফা ও মেরি স্টোপস বগুড়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর কামরুজ্জামান উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পে পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (সিসি) ডা. জহুরুল ইসলাম ও মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. খায়রুন নাহার এ সেবা প্রদান করছেন।