নিউজ ডেস্ক.

নয়জন ব্রিটিশ হজযাত্রীর একটি দল লন্ডন থেকে দীর্ঘ ছয় সপ্তাহ সাইকেল চালিয়ে, তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমবার সউদি আরবের পবিত্র মদিনা নগরীতে পৌঁছেছেন। হজযাত্রী দলটি পবিত্র নগরীতে পৌঁছালে সউদি সরকার ও সাইকেলপ্রেমীরা তাঁদের বিপুলভাবে অভ্যর্থনা জ্ঞাপন করেন। সউদি সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ও তাইবাহ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ড্রাম বাজিয়ে ও গোলাপ পাপড়ি ছিটিয়ে ঐতিহ্যবাহী সউদি প্রথায় এই হজযাত্রীদের স্বাগত জানায়।
দলটিকে সাইকেল চালিয়ে সরাসরি মসজিদে নববী পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়া হয়।
এই হজযাত্রীদলটি ১৪ জুলাই লন্ডন থেকে যাত্রা শুরু করে। সউদি আরব পর্যন্ত আসতে তাদের ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, গ্রীস ও মিশর অতিক্রম করে আসতে হয়। অবশ্য প্রথমে তাদের পরিকল্পনা ছিল তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সউদি আরব পর্যন্ত আসা। কিন্তু নিরাপত্তার কারণে তাঁরা গ্রীস থেকে মিশর পর্যন্ত জাহাজে আসেন এবং সেখান থেকে সউদি আরবের জেদ্দা পর্যন্ত আসেন উড়োজাহাজে চড়ে। জেদ্দা থেকে পবিত্র মদিনা পর্যন্ত তাঁরা সাইকেল চালিয়ে আসেন। এতে তাঁদের সহায়তা দেয় সউদি ট্রাফিক পুলিশ ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
হজযাত্রীদলের নেতা আব্দুল ওয়াহিদ ডন হোয়াইট বলেন, আমরা যেসব দেশ অতিক্রম করে এসেছি সেসব দেশে ইসলামের শান্তি ও সহিষ্ণুতার একটা চিত্র তুলে ধরাই ছিল এই দীর্ঘ যাত্রার লক্ষ্য। সূত্র : সউদি গেজেট

