আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে দিবসের শোক র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র এজিএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা, আহতদের সুস্থতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


