হৃদরোগে আক্রান্ত শিশু মিম বাঁচতে চায়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


    বগুড়ার ধুনট উপজেলায় হৃদরোগে আক্রান্ত শিশু মিম বাঁচতে চায়। ২ বছর ৪ মাস বয়সী মিম জন্মগত ভাবে হৃদরোগে আক্রান্ত। তার হার্র্টে একটি ফুটো রয়েছে। সমস্যা রয়েছে রক্তনালীতে। দূরারোগ্য ব্যাধী নিয়ে বেড়ে উঠছে শিশু মিম।

    বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের কৃষক বুলবুল হোসেন আকন্দ ও গৃহিনী রত্না খাতুন দম্পতি’র ২য় সন্তান মিম। বড় ছেলে মাহফুজ হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র পরিবারের আলো হয়ে জন্ম নিয়েছে এ কন্যা শিশু। জন্মের পর থেকেই মিমের শ্বাস কষ্ট ও অতিরিক্ত কাঁশি হয়। চিকিৎসা নিতে গিয়ে সনাক্ত হয় মিম হৃদরোগে আক্রান্ত। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. একে শামছুদ্দিনের তত্তাবধায়নে তার চিকিৎসা হয়। সেখানে চিকিৎসাকালে মিমের হার্টে ফুটো ও রক্তনালী’র সমস্যা ধরা পরে। চিকিৎসকদের মতে দু’টি অপারেশনের মধ্যদিয়ে মিমকে সুস্থ্য করে তোলা যেতে পারে।

    এ চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৬ লাখ টাকা। মিমের দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এ ব্যয় মেটানোর সাধ্য নেই। হৃদরোগে আক্রান্ত মিমের মুখ থেকে দিনে দিনে যেন হাসিটা হারিয়ে যেতে বসেছে। নিঃস্পাপ চোখ মেলে তাকিয়ে থাকে মিম অন্যদের হাসি দেখতে। মিমের মুখে হাসি ফেরাতে তার দরিদ্র বাবা-মা সকলের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছেন।

    হৃদয়বান ব্যক্তিরা মিমকে চিকিৎসা সহায়তার অর্থ ০১৭৭৪-৪২৩৩৩৭ (বিকাশ) ও অগ্রণী ব্যাংক লিমিটেড ধুনট শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০০৪৮৯১৮৮৩০৭০৬ এ নম্বরে জমা দিতে পারবেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ