দারুচিনির প্যাকে দূর হবে ঠোঁটের কালচে দাগ

নিউজ ডেস্ক.



ঠোঁট ও ঠোঁটের আশপাশের কালচে দাগ দৃষ্টিকটু। প্রাকৃতিকভাবে এই দাগ দূর করতে পারেন দারুচিনির সাহায্যে। দারুচিনি ও মধুর এই প্যাকটি নিয়মিত ঠোঁটে ব্যবহার করলে কালচে দাগ দূর হয়ে নরম ও গোলাপি হবে ঠোঁট।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন দারুচিনির প্যাক
* একটি পাত্রে ১ চা চামচ দারুচিনির গুঁড়া নিন।
* মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।
* পরিষ্কার ও শুকনা ঠোঁটে প্যাকটি লাগান। সামান্য জ্বালা করতে পারে প্রথম কয়েক সেকেন্ড।
* ৫ মিনিট অপেক্ষা করুন।
* ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।

দারুচিনির প্যাক ঠোঁটে ব্যবহার করবেন কেন?
* মধু প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালচে দাগ দূর হবে।
* ঠোঁটে আসবে গোলাপি আভা।
* ঠোঁটের মরা চামড়া দূর করতে সাহায্য করে দারুচিনি।
* দারুচিনি ও মধু একসঙ্গে ঠোঁটের কালচে দাগ দূর করে।
সূত্র : দ্য ইন্ডিয়ান স্পট

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ