সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের পারাপারের জন্য ৩ টি নৌকা প্রদান

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.



নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের প্রধান কয়েকটি সড়ক বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় এলাকার জনসাধারণের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে জনসাধারণ নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য এলাকাবাসীর কথা চিন্তা করে প্রশাসনের পাশাপাশি নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা ৩ টি নৌকা ওই সব এলাকায় দেয়।
ওই এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনী-পাতাড়ী, শিমুলডাঙ্গা-কলমুডাঙ্গা এবং গোয়ালা ইউনিয়নের হাপানিয়ার পুলে প্রধান সড়ক বন্যার পানিতে ভেঙ্গে গর্তে পরিনত হয়। ফলে এলাকার জনসাধারণকে ভাড়া বাবদ ৫/১০ টাকা দিয়ে নৌকায় পারাপার করতে হয়। ওইসব এলাকার ক্ষতিগ্রস্থ্য পরিবারের কথা চিন্তা করে প্রশাসনের পাশাপাশি এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা ৩ টি পয়েন্টে ৩ টি নৌকার মাধ্যমে বিন্যা ভাড়ায় জনগণের পারাপারের ব্যবস্থা করেন। এর পাশাপাশি লায়ন মাসুদ রানা বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ