ধুনটে বন্যার্তদের মাঝে সরকারী ত্রাণ বিতরণ

আমিনুল ইসলাম শ্রাবণ.



বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত ১৬৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারী ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম ও উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ