ধুনটে পৃথক ঘটনায় আহত দুই


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কারিমুল হাসান লিখন.



    বগুড়ার ধুনটে পৃথক ঘটনায় আহত দুই নারী হাসপাতালে। মঙ্গলবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া ও হাঁসখালী গ্রামে পৃথক ঘটনায় দুই নারী আহত হবার ঘটনা ঘটে। আহত শাহীনুর বেগম (৪০) কে পরকিয়া সুত্রের জেরে আড়কাটিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে রনজু মন্ডল (৪১) মাংস কাটা দা দিয়ে কুপিয়ে আহত করে।

    জানাযায়, মমতাজ আলীর ছেলে রনজু মন্ডল এর সাথে একুই গ্রামের সাহেব আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে শাহীনুর বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শাহীনুর বেগমের কাছ থেকে বিয়ের প্রলভনে টাকা ধার নেয় রনজু মন্ডল। টাকা দেয়ায় গড়িমশি করায় শাহীনুর বেগম থানায় মামলা দায়ের করে। পরকিয়ার জেরে মামলা করার কারনে শাহীনুরকে কুপিয়ে আহত করে রনজু মন্ডল। অন্যদিকে, হাঁসখালী গ্রামের উত্তর কান্তনগর গ্রামের সফিকুল ইসলমের স্ত্রী পারভীন আক্তার (২৫) কে মেরে আহত করেছে দেবর আল আমিন (২২) ।

    জানাযায়, দেবর আল আমিন ব্যাবসা করার জন্য বড় ভাই শফিকুল ইসলামের কাছে টাকা ধার চায়। এ নিয়ে প্রায়ই ভাইয়ের সাথে ঝগড়া হয়। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে হাতের কাছে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় পারভীন আক্তারকে ধুনট হাসপাতালে পাঠায়। আহত পারভীন আক্তার উপজেলার এলাঙ্গী গ্রামর আব্দুল জলিল এর মেয়ে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ