শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের কন্যাদানের অনুদান প্রদান

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.



বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে কন্যাদানের এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় বাসট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ওসি খান মোঃ এরফান। প্রথান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যেক মানুষকে তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কাজ করতে হবে।
বিশেষ করে পরিবহন শ্রমিকদের সে বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে। শ্রমিকরা যদি নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অর্থাৎ মাদক গ্রহন থেকে বিরত থেকে গাড়ি চালান তাহলে রাস্তায় দূর্ঘটনা কমে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুস সাত্তার সাদেক, আবু হানিফ, জুয়েল খান, কবির হোসেন, চান মিয়া, দুলাল শেক পমুখ। অনুষ্ঠানে ১৩ সদস্যদের হাতে কন্যাদানের এককালীন অনুদান নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ