৪৩ বলে ১০১, টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম কোয়াটারফাইনালে নতুন এক রেকর্ড গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন আফ্রিদি।

    ডার্বির কাউন্টি গ্রাউন্ডে মঙ্গলবার হ্যাম্পশায়ারের হয়ে ওপেনিং করতে নেমে শুরুতেই রানের ঝড় তুলেন আফ্রিদি। ওয়েইন ম্যাডসেনের করা ইনিংসের প্রথম ওভারেই হাঁকান ৪টি চার। এর মধ্যে শেষ তিন বলে টানা তিনটি, মানে চারের হ্যাটট্রিক! শেষ পর্যন্ত ৪২ বলে ৭ ছক্কায় ১০ চারে ১০১ রান করেন সাবেক পাক অধিনায়ক। তবে মাঝে দুইবার জীবনও পেয়েছেন আফ্রিদি।

    তার ঝড়ো শতকের ওপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে ডাম্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় পায় আফ্রিদিরা।

    পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টিতে তকমা লাগানো সাড়া জাগানো খেলোয়াড় হলেও এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ