কাজীপুরে প্রতিবন্ধীদের শিক্ষাবৃত্তি প্রদান

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.



কাজীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কাজীপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক আল মামুন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল। স্বাগত বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা সমাজসেবা অফিসার আমিনা খাতুন কনা।

অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ফিল্ড সুপারভাইজার শামসুর রহমান, উচ্চমান সহকারী নজরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মি সাইফুল ইসলাম পলাশী প্রমূখ উপস্থিত ছিলেন। মোট ১৮৬ জন শিক্ষাথীৃর মাঝে ১৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ