সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সেখানে নতুন করে শিল্প-কারখান অনুমোদনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

    বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত রুলের শুনানি শেষে এ আদেশ দেন।

    আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. জাকির হোসেন।

    তিনি বলেন, সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তা ৬ মাসের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ