ধুনটে শিক্ষকের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম শ্রাবণ.



বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র বর্মন ও নাটাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার মমিন তালুকদারের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ধুনট প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

শোকসভা শেষে প্রয়াত শিক্ষকবৃন্দের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ