ধুনটে যুবলীগ নেতা গ্রেফতার

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন স্বাধীনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ধুনট সদরপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

ধুনট থানার এএসআই আলম জানান, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে মারপিটের ঘটনায় ২০১৩ সালের একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভূক্ত আসামী যুবলীগ নেতা স্বাধীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামুলে বৃহস্পতিবার বিকেলে তাকে ধুনট বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ