জানালা দিয়ে গুলি করে ইউপি চেয়ারম্যানকে খুন

নিউজ ডেস্ক.



নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লাকে (৫১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাহিদ মোল্লা বৃহস্পতিবার রাতে গাজীরহাট বাজার সংলগ্ন তার নিজ ভবনের দোতলায় জানালা খুলে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তার পিঠে লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যানকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, নাহিদ মোল্লার বাড়িটি খুলনা জেলার দিঘলিয়া থানার মধ্যে হওয়ায় সেখানে দিঘলিয়া থানার পুলিশ অবস্থান করছেন। তবে গাজীরহাট বাজারসহ ওই ইউনিয়নের পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাহিদ মোল্লা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দেড় বছর আগে আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ