Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ধর্ষণ মামলায় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করেছে ভারতের হরিয়ানার সিবিআইয়ের বিশেষ আদালত। সোমবার তার শাস্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ১৫ বছর আগে, ১৯৯৯ সালে দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০০২ সালে সিবিআই ডেরা-প্রধানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। ওই মামলারই রায় ঘোষণা হলো আজ।
এ রায়কে ঘিরে বিগত তিন-চার দিন ধরে তার কয়েক লাখ অনুগামী ভিড় জমিয়েছেন হরিয়ানায়। তবে হিংসাত্মক কোনো কর্মকাণ্ড যাতে কেউ না করে সে জন্য ভিডিও ফুটেজে ভক্তদের কাছে আবেদন জানিয়েছেন গুরমিত রাম। সকলকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, রায়কে ঘিরে টানটান উত্তেজনা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা জুড়ে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্কুল-কলেজসহ দুই রাজ্যের শিক্ষপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ অধিকাংশ সরকারি দফতর। হরিয়ানায় সব মিলিয়ে ৭৪ ট্রেন বাতিল হয়েছে। বৃহস্পতিবার থেকেই পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে যোগাযোগ বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে হরিয়ানার পাঞ্চুকুলা ও সিরসাতে ইন্টারনেট পরিষেবা।
ভারতের অসংখ্য ধর্মগুরুর মধ্যে বাবা রাম রহিমের চরিত্র বড়ই বর্ণময়। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলেই তৈরি হয়েছে এ ধর্মগুরুর কাল্ট। হরিয়ানার সিরসায় তার ‘ডেরা সাচ্চা সওদা’ আশ্রম প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট। সেখানে ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিং নিজেই তার ব্যাপক জনপ্রিয় ‘ইউ আর মাই লাভ চার্জারে’র মতো আরো অনেক গান গেয়ে থাকেন।