সিড এবং জ্যাকলিনের চুমুর দৃশ্য ফাঁস!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    ফাঁস হল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের ঘনিষ্ট মুহূর্তের ছবি৷ A Gentleman- Sundar, Susheel, Risky ছবির শ্যুটিংয়ে চুমু খেলেন সিদ্ধার্থ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ৷ এই চুমুর দৃশ্যই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

    এই ছবির ‘লাগি না ছুটে’ গানটিতে একেবারে অন্য লুকে শ্রীলঙ্কার সুন্দরী জ্যাক৷ সিদ্ধার্থ অকপটে স্বীকার করে নিয়েছেন জ্যাককে এর আগে কোনও ছবিতে এত হট লাগে নি৷ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের জুগলবন্দিতে এই গানটি একেবারে অন্যমাত্রা পেয়েছে৷

    ছবির পরিচালক রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে ছবিটি মুক্তির আগেই একটি প্রেস কনফারেন্স করেন৷ এই প্রেস কনফারেন্সে পরিচালক জানিয়েছেন, এটি বলিউড দুনিয়ায় এখন সবথেকে লম্বা কিস৷ এই গানের দৃশ্য শ্যুটিংয়ের সময় সিড এবং জ্যাক দুজনেই বুঁদ হয়ে গিয়েছিলেন৷

    সিড এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ধরণের ছবি শ্যুটিংয়ের ক্ষেত্রে দুজনের প্রতি দু’জনের বিশ্বাস থাকাটা একান্ত প্রয়োজন৷

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ