সিরাজগঞ্জে ধর্ষণের ঘটনায় ২ যুবলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি.



সিরাজগঞ্জে যুবতী ধর্ষণের ঘটনায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তাদেও বহিস্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার নওগা ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মহির উদ্দিন ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনিছুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। তাদের বহিস্কারের বিষয়টি শুক্রবার বিকেলে এলাকায় মাইকিং করা হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার বিদ্যাধর গ্রামের একটি ফাঁকা বাড়িতে এক যুবতী ধর্ষণের শিকার হন। ধর্ষিতা যুবতী বাদী হয়ে ঘটনা রাতেই ওই ২ যুবলীগ নেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পর দিন সকালে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ