আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা ইট ভাটা মালিক সমিতি।
শুক্রবার দুপুর ১২টায় বানিয়াজান স্পারে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাদল সিদ্দিকী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, ইট ভাটা মালিক সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, ইট ভাটা মালিক আলহাজ্ব আব্দুল গফুর, আলহাজ্ব তালেবুল ইসলাম, নাহিদুজ্জামান শাহীন ও আলহাজ্ব হায়দার আলী হিন্দোলসহ ইট ভাটা মালিকগণ উপস্থিত ছিলেন। পরে শিশুদের মাঝে চকলেট, চিপস, বিস্কিট বিতরণ করা হয়েছে।



