আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আসাদুর রহমান দুলু বলেছেন, বন্যা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ত্রানের কোন অভাব নেই। কিন্তু তারপরও প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার বিগত দিনেও বন্যার্তদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবে।
শুক্রবার বিকেল ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হেদাইতুল ইসলাম গামা, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামিল হোসেন, মামুনর রশিদ, শাহীন আলম রনজু, শেখ সাদি, বাদশা আলমগীর, রাসেল মাহমুদ, সুলতান মাহমুদ, শামীম হোসেন, রুবেল আলম, তরিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহাদত হোসেন, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, হাসান মাহমুদ রাব্বি, সেলিম রেজা রিমান প্রমূখ। উল্লেখ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।



