Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ভক্তকে ধর্ষণের মামলায় আলোচিত ধর্মগুরু গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হবার পর ভারতের উত্তরাঞ্চলীয় চণ্ডীগড়ে সহিংসতা শুরু হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে ধর্ষণ মামলায় আলোচিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে আজ শুক্রবার দোষী সাব্যস্ত করেন আদালত। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) একটি আদালত শুক্রবার এ রায় দিয়েছেন। আগামী সোমবার সার সাজা ঘোষণা করা হবে। এ অপরাধের শাস্তি হিসেবে রাম রহিমের ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, বিকেলে এই রায় ঘোষণার পর রাম রহিমের ভক্তরা তাণ্ডব শুরু করেছে। দেশটির হরিয়ানা রাজ্যের পুলিশ এরই মধ্যে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। একটি হেলিকপ্টারে করে আদালত থেকে তাকে রোহতাক কারাগারে নেয়ার কথা রয়েছে।
প্রায় ১৫ বছর আগে, ২০০২ সালে রাম রহিমের এক সাবেক নারী ভক্ত এ মামলা করেছিলেন। ওই নারীর অভিযোগ, হরিয়ানার শহর সিরসায় ডেরা সাচ্চা সৌদা গোষ্ঠীর প্রধান কার্যালয়ে রাম রহিম তার ওপর যৌন নির্যাতন করেন। এ মামলার পর রাম রহিমের অজস্র অনুসারী ক্ষোভে উন্মত্ত হয়ে উঠেছিলেন। ১০ বছর ধরে প্রায় ২০০টি শুনানির পর শুক্রবার এ মামলার রায় দেয়া হলো। এই সময়ের মধ্যে অসংখ্যবার উচ্চ আদালত এ মামলার বিচারকাজে স্থগিতাদেশ দিয়েছেন।
শুক্রবারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ, সংশ্লিষ্ট এলাকা ও পুরো পঞ্চকূলা শহরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং তাদের সতর্ক অবস্থায় রাখা হয়। এমনকি সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
রায় শোনার জন্য মোট ২০০টি গাড়ির এক বিশাল বহর নিয়ে আদালতে উপস্থিত হন রাম রহিম। উপস্থিত ছিলেন তার লক্ষাধিক অনুসারী।