ধুনটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনসাধারন

কারিমুল হাসান লিখন.



বগুড়ার ধুনটে বিদ্যুৎ বিভ্রাটের কারনে জনমনে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। হঠাৎ কোনদিন রাতের খাবার বিদ্যুতের আলোতে খেতে পারলেও খাবার শেষ হতে না হতেই পানির গ্লাসটি আন্ধকারে ঢেকে যায়। আধুনিক সময়ে ক্ষুধায় তারনায় যখন খেতে চাওয়া হয় ঠিক তখন বিদ্যুতের ভোগান্তি আরও পষ্ট হয়ে ওঠে। একদিকে খাবারের আশায় স্বামী অনাহারে, অন্যদিকে বিদ্যুতের আশায় স্ত্রী রাইস কুকারে।

ঘনঘন বৈদ্যুতিক লোডশেডিং এর কারনে ভাদ্রের গরমে মিলছেনা ইলেক্টিক বাতাশ। উপজেলার এলাঙ্গী, বিলচাপড়ী, হাঁসাপোটল, কান্তনগর, সরুগ্রাম হাঁসখালী, নান্দিয়ারপাড়া, সোনাহাটা, শিয়ালী ধামাচামা, সাতবেকী, বাকশাপাড়া, বড়বিলা, জোড়খালী, গোসাইবাড়ী, পেঁচিবাড়ী, মথুরাপুর, চালাপাড়া মাঠপাড়াসহ আরও অনেক গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের কারনে জনমনে অতিষ্ঠতা যেন বিদ্যুত থাকাটা না থাকারই সমান।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ