বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেল এক চোর। তাকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় তেতুলিয়া গ্রামের খলিলুর রহমান এ্যাপাসি মোটর সাইকেল রেখে বাজার করতে যান। এই সুযোগে দুই চোর মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ঝাঁপটে এক চোরকে ধরলেও অন্যজন পালিয়ে যায়। আটককৃত চোর সিরাজগঞ্জ জেলার শাহ আলমের ছেলে আরিফুল ইসলাম (২৫)। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।