Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা এটিএম শামসুজ্জামান। সেখানে তার চোখে অস্ত্রোপচার হবে জানিয়েছে পরিবার। গতকাল শনিবার বিকেলে একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতার ডান চোখে অস্ত্রোপচার হবে। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ রয়েছে। যা তার দৃষ্টিশক্তির জন্য হুমকি। শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
এক দশক আগে চোখের সমস্যা নিয়ে ভারতের মাদ্রাজে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু ৫ ঘণ্টা হাসপাতালে বসে থাকার পর রাগ করে চলে আসেন। তারপর আর কোনো চিকিৎসকের কাছে যাননি।
এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘ইদানীং চোখে একটু বেশিই যন্ত্রণা হচ্ছে। এজন্য আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অপারেশন শেষে আবার সব ভালোভাবে দেখতে পারি।’ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এ অভিনেতাকে সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকেই বেশি দেখা যায়।